বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছিল।
স্বৈরাচারী হাসিনা সরকার দেশকে একটি অস্বিতীশিল পর্যায়ে নিয়ে গেছে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে ক্রীড়া কার্যক্রম আরও বাড়াতে হবে।বিএনপি সব সময় ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়া আয়োজন খুবই জরুরি। খেলাধুলার মাধ্যমে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকা যায়। তাই তরুণদের ভবিষ্যত গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে।
শনিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ফুটবল প্রিমিয়ার লীগের (জেএফপিএল) ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ারের সভাপতিত্বে ও ছাত্রনেতা মাহমুদুল ইসলাম ও হাসান আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর আহমদ, আরাফাত রহমান কুকু ক্রীড়া সংসদের সিলেট মহানগর শাখার সদস্য সচিব আকরাম হোসেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলীম উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেনজির সুমন, অনির্বাণ যুব সংঘের সভাপতি মাসুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ মন্নান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইউসুফ আহমদ, যুবনেতা রফিকুল ইসলাম রাকিব প্রমূখ।
উদ্বোধনী ম্যাচে জাফলং ইউনাইটেড বনাম জাফলং আবাহনী ফুটবল দল অংশগ্রহণ করে।