শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সকে সব ধরনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ২২ আগস্ট স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম হয়ে উঠেছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের বিরুদ্ধে। ফলে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।
জানা গেছে, মৌলভীবাজার শহরের আদালত পাড়ায় প্রতিষ্ঠিত সরকারি মহিলা কলেজ, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, জেলা শিল্পকলা একাডেমি ও মৌলভীবাজার সরকারি গণগ্রন্থাগার এ যাতায়াতে একই রাস্তা ব্যবহার করতে হয়। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে প্রচুর প্রাইভেট যানবাহন, মোটরবাইক, রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এই রাস্তা দিয়ে চলাচলকারী অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ও প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এদিকে অভিভাবক প্রতিনিধি, বিএনপি নেতাসহ অনেক অভিভাবকদের উপস্থিতিতে ২১ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করা হয়। এসব পাল্টাপাল্টি ঘটনার পর বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে নিউজ প্রকাশিত হয়। এরপর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের বিএনপির পদ-পদবি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
তার দলীয় পদের স্থগিতাদেশের চিঠির অনুলিপি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গঊছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী ও জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী ফয়জুল করিম ময়ূন বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ কিংবা অনৈতিকতার চুল পরিমাণ অভিযোগ উঠলেই বিএনপির হাইকমান্ড থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই ধারাবাহিকতায় মতিন বক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পদ স্থগিতের বিষয়ে কেন্দ্রের পাঠানো চিঠি হাতে পেয়েছেন।