শনিবার, ২৩ আগস্ট ২০২৫
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাত্রশিবিরের সিলেট মহানগরের উপশাখা প্রতিনিধি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত দুই এলাকার সংযোগস্থলে কালভার্টের উদ্বোধন সাংবাদিকতার পেশায় ফ্যাসিস্ট সরকারের সহযোগিদের আমরা দেখতে চাই না: জাকির জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নবীগঞ্জে বীজনা নদী থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতা ছাবির চৌধুরীর দলীয় পদ স্থগিত প্রাথমিক তদন্ত: নিম্নমানের কীটস ব্যবহারে আউশকান্দি পাম্পে দূর্ঘটনা শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বালাগঞ্জে শিওরখাল মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রবাসী গুণীজন সংবর্ধিত
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিকতার পেশায় ফ্যাসিস্ট সরকারের সহযোগিদের আমরা দেখতে চাই না: জাকির

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বলেছেন, যে সকল সাংবাদিক এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী হয়ে কাজ করেছে তাদেরকে আমরা সাংবাদিকতার মহান পেশায় দেখতে চাই না। সাংবাদিকতার পবিত্রতাকে তারা কলুষিত করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসন তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা ভুল করলে আপনারা নির্দ্বিধায় আমাদের ভুল তুলে ধরবেন। তবে ছোটখাটো ভুল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।

এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, এই আসনের জনগণ ও বিএনপির ত্যাগী নেতাকর্মীরা শরীক দলের প্রার্থী আর মেনে নেবে না। অতীতে এমন সিদ্ধান্তে হতাশা সৃষ্টি হয়েছিল, এবারও সেই ভুল হলে দলের বড় ক্ষতি হবে।”

সরকারি নিপীড়নের অভিযোগ তুলে জাকির হোসেন বলেন, শেখ হাসিনার সরকার তাকে ‘জঙ্গি অর্থদাতা’ বানানোর অপচেষ্টা চালিয়েছে। প্রবাসে থাকা অবস্থায় তার পাসপোর্ট নবায়ন বন্ধ করে দেওয়া হয়। বিএনপির রাজনীতির সঙ্গে থাকার কারণে তার পরিবারও হয়রানির শিকার হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেদুজ্জামান সাহেদ, যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম রাজন, ছাত্রদলের আহ্বায়ক জবরুল ইসলাম ইমন, সদস্য সচিব মাহবুব আলম, আরব আমিরাত উম্মুল কোয়াইন বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ডা. হাবিবুল্লাহ মিছবাহ। সভায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য ডা. হাবিবুল্লাহ মিসবাহ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আজাদুর রহমান, জেড টিভির সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমদ, তাহসিন মিডিয়ার পরিচালক মাহতাব উদ্দিন, জকিগঞ্জ টিভির সম্পাদক আহমাদ হোসাইন আইমান, স্বপ্নের টিভির সম্পাদক সাইফুর রহমান, সাপ্তাহিক সবুজ প্রান্ত এর রিপোর্টার উবেদুল্লাহ তালুকদার, নিউজ অফ জকিগঞ্জের প্রতিনিধি রোমন হুসাইনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

ছাত্রশিবিরের সিলেট মহানগরের উপশাখা প্রতিনিধি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

দুই এলাকার সংযোগস্থলে কালভার্টের উদ্বোধন

সাংবাদিকতার পেশায় ফ্যাসিস্ট সরকারের সহযোগিদের আমরা দেখতে চাই না: জাকির

জৈন্তাপুরে জয়নাল আবেদীনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নবীগঞ্জে বীজনা নদী থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নবীগঞ্জে সাবেক মেয়র বিএনপি নেতা ছাবির চৌধুরীর দলীয় পদ স্থগিত

প্রাথমিক তদন্ত: নিম্নমানের কীটস ব্যবহারে আউশকান্দি পাম্পে দূর্ঘটনা

শান্তিগঞ্জে নদী থেকে ভাসমান গলিত লাশ উদ্ধার

শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

বালাগঞ্জে শিওরখাল মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রবাসী গুণীজন সংবর্ধিত