সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলা খাই গ্রামের পার্শ্বে স্থানীয় নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(২২ আগস্ট) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ৷
এর আগে স্থানীয়রা সকালে নদীতে অচেনা লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আহাদ জানান, উদ্ধার হওয়া লাশটি সম্পূর্ণ গলিত অবস্থায় ছিল। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি দীর্ঘদিন আগে নদীতে ফেলা হতে পারে। এছাড়া লাশের কিছু শরীরের উপকরণ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি একজন মহিলার।
তিনি আরও জানান, ময়না তদন্তের রিপোর্টের ফলাফলের পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে এবং লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।