সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে, এসিযুক্ত মনোরম পরিবেশে, উন্নত ও স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(২২ আগস্ট) জুমার নামাজের পর শান্তিগঞ্জ বাজারে এই নতুন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিব নূর বাচ্চু, উপজেলা সেচ্ছ্বাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক সহ বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।