সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রামের সাতজন গুণী প্রবাসীকে এক মনোজ্ঞ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় হাজী মরহুম নসিব উল্লাহর বাড়ির আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি হাজী রুস্তম আলী।
সংবর্ধিত গুণী প্রবাসীরা হলেন- হাফিজ ফজলুর রহমান (সৌদি আরব), পারভেজ হাসান (সৌদি আরব), জাকির ইসলাম আতিক (সৌদি আরব), মো. ফিরোজ আলী (ওমান), রায়হান আহমদ (দুবাই), মো. খালিস মিয়া (দুবাই) ও নাঈম ইসলাম মামুন (দুবাই)।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাজপাড়া যুব উন্নয়ন সংস্থার অন্যতম সদস্য জাবের হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সমাজকর্মী আতিকুল ইসলাম আতিক, মো. জুনাব আলী, ইসলাম উদ্দিন, আবু বক্কর জাকারিয়া, সালেহ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রবাসীদের অবদান ও গ্রামের উন্নয়নে তাদের নিরলস প্রচেষ্টা তুলে ধরে বক্তারা বলেন, প্রবাসীরা শুধু পরিবারের জন্যই নয়, সমাজ ও দেশের অর্থনীতির বড় সহায়ক শক্তি। তাদের সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব।