শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের কিশোরদের সামাজিক সংগঠন নওয়াগ্রাম ব্রাইট এসোসিয়েশনের পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নওয়াগ্রাম প্রগতি সমাজকল্যাণ সংঘের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম খোকনের সভাপতিত্ব ও সংগঠনের সভাপতি সায়েম আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি তরুণ কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, নওয়াগ্রাম প্রগতি সমাজকল্যাণ সংঘের সিনিয়র সদস্য তোফায়েল আহমদ মিফতা সহ আরো অনেকে।

সংগঠনের সদস্য মারজান আহমদের কুরআন তেলায়তের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সাদিউজ্জামান নাসিফ।

আলোচনা সভা শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি  শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এই সম্পর্কিত আরো