দীর্ঘ ১৪ বছর পর নিজ জন্মভূমি জকিগঞ্জে সংবর্ধনা পেলেন আরব আমিরাত বিএনপির আহবায়ক ও সিলেট-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক গণসমাবেশে তাকে সংবর্ধনা জানায় খলাছড়া ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকির হোসেন নিজে। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করে বলেন, “দীর্ঘ ১৪ বছর বিদেশে থাকাকালে স্বৈরাচারী সরকারের কারণে দেশে ফিরতে পারিনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেশে পাঠিয়েছেন দলকে সুসংগঠিত করার বিশেষ দায়িত্ব দিয়ে।”
এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।