সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি ভারতীয় মোটরসাইকেল জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীপুর এলাকা মোটরসাইকেলটি আটক করা হয়।
জানা গেছে,বুধবার গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাফার্জ বিওপির টহল দল এ অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ১২৪০/৮ এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শ্রীপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় মোটরসাইকেল ইয়ামাহা R15M আটক করা হয়। আটককৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে বিজিবি জানায়, জব্দকৃত মোটরসাইকেল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।