গোলাপগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গুলি সহ একটি পিস্তল উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তলটি উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড সেনাবাহিনী ক্যাম্প ও র্যাব-৯ এর টহল দল যৌথভাবে অভিযান উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামের কায়স্থাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশরুম সংলগ্ন নিরাপত্তা ট্যাংকের পাশে থেকে একটি বিদেশি পিস্তল ও ৪টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানের সময় কোনো আসামি বা সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়। অভিযান শেষে আনুমানিক উদ্ধারকৃত অস্ত্র ও গুলি যথাযথ আইনগত প্রক্রিয়ায় র্যাব-৯ এর নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, পিস্তলটি জিডিমূলে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।