মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়ায় আইনী জটিলতায় স্থগিত হলো ১৩ কোটি টাকার বালুর নিলাম নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ: ফয়েজ আহমদ তৈয়্যব সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান ইউক্রেনকে ‘ন্যাটো ধাঁচের নিরাপত্তা’ বলতে ট্রাম্প কী ইঙ্গিত করলেন হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্ট্রেলিয়ার মাটিতে ২২ রানের জয় বাংলাদেশের জানাজায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুর মৃত্যু মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় : মির্জা ফখরুল অক্টোবরে এশিয়ার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
advertisement
সিলেট বিভাগ

সিলেটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে জেলা শাখা। মঙ্গলবার (১৯ আগস্ট) পালিত এই কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডাস্টবিন স্থাপন।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি শুরু হয় রেজিস্টারি মাঠের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে। বিকেলে একই স্থানে সমাবেশের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক এবং জাহাঙ্গীর মিয়া। 

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

সমাবেশ ও র‍্যালিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম আজম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমান, আব্দুস সালাম আজাদ সাহেদ, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, সালেক আহমদ, হাবিবুর রহমান হাবিব, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাঈদ মাহমুদ ওয়াদুদ, সাইদুল হক চৌধুরী, মো. আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েছ আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন।

উপজেলা এবং পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মনির হোসেন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।


সমাপনী বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, মাতৃভূমি বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সদস্য সচিব শাকিল মুর্শেদ তার বক্তব্যে বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।

এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় আইনী জটিলতায় স্থগিত হলো ১৩ কোটি টাকার বালুর নিলাম

নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ: ফয়েজ আহমদ তৈয়্যব

সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান

ইউক্রেনকে ‘ন্যাটো ধাঁচের নিরাপত্তা’ বলতে ট্রাম্প কী ইঙ্গিত করলেন

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ রানের জয় বাংলাদেশের

জানাজায় যাওয়ার পথে নৌকাডুবি, শিশুর মৃত্যু

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় : মির্জা ফখরুল

অক্টোবরে এশিয়ার দুই দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল