“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় পোনা মাছ অবমুক্ত ও র্যালি শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখতে হবে। মৎস্য খাত শুধু দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং জনগণের পুষ্টি চাহিদা পূরণেও অগ্রণী ভূমিকা রাখছে। তাই টেঁকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
পরে উপজেলার সফল মাছ চাষ ও মৎস্য উন্নয়নে অবদান রাখায় ৩ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসাইন, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, ৪নং ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান মামুন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, প্রেসক্লাব সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, পুরস্কৃত মৎস্য চাষীরা হলেন সাদ্দাম হোসেন ও মকসুদ মিয়া।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী, উদ্যোক্তাসহ নানা শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।