‘সিলেট জেলা আইনজীবী সমিতির ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানকার বিজ্ঞ আইনজীবীরা বাংলাদেশের বিচারাঙ্গনে বিপুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এই গৌরব ধরে রাখতে আইনজীবীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে,— মন্তব্য করেছেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদের আইন পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির ০২ নম্বর হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সংবর্ধিত আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, তাঁকে দেখে মনে হয় না তিনি আইন পেশায় ৫০ বছর পূর্ণ করেছেন। এই দীর্ঘ পথচলা নবীন-প্রবীণ সকল আইনজীবীর জন্য আদর্শ হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস এবং অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক এবং মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইতিপূর্বে আইন পেশায় ৫০ বছর পূর্ণকারী গোল্ডেন মেম্বার অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্দুর রকিব, অ্যাডভোকেট মস্তাক আলী এবং সমিতির সাবেক সভাপতিদের মধ্যে অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, অ্যাডভোকেট এ.এফ. মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, অ্যাডভোকেট এ.কে.এম. শমিউল আলম ও অ্যাডভোকেট সামছুল হক।
সংবর্ধিত আইনজীবীর সম্মানে শ্রদ্ধাস্মারক পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়।
সমিতির পক্ষ থেকে অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয় এবং মেম্বার্স বেনিভলেন্ট ফান্ডের চেক, গোল্ড মেডেল, শ্রদ্ধাস্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ এই আয়োজনের জন্য আইনজীবী সমিতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সংবর্ধিত আইনজীবীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।