সিলেটের ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা এবং পুরুষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। সভায় বক্তারা বলেন বক্তারা বলেন,“মাছ আমাদের প্রোটিনের প্রধান উৎস। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কাজ করে যাচ্ছে।” তার পরও কিছু অসাধু জেলের নিষিদ্ধ জালের ভেতর পড়ে প্রজননক্ষম মা-মাছ ও ছোট পোনা নির্বিচারে মারা পড়ছে। এতে যেমন মাছের উৎপাদন কমছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। মৎস্যজীবীদের প্রশিক্ষণ এবং অবৈধ জাল বন্ধে সরকারি উদ্যোগকে আরও জোরদার করতে হবে। দেশীয় মাছ রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে হবে এবং জলাশয় সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, এলজিডি প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা,সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, মৎস্য চাষী জহিরুল ইসলাম চৌধুরী ও মুরাদ আহমেদ।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংবাদিক, মৎস্যজীবিসহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।