জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে জৈন্তাপুরে সড়ক র্যালী, পুকুরে পোনা মাছ অবমুক্ত করা সহ আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ই আগষ্ট) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমানের সভাপতিত্বে ও ফিন্ড এসিস্ট্যান্ট আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত মৎস্য খামারী ও অন্যান্যরা।
এবারের জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ এর প্রতিপাদ্য হলো" অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশভরি"। আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সফল মৎস্য খামারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।