জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াতে ইসলামী নারী বিদ্বেষী নয়, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অগ্রদূত। জামায়াত কুরআন ও সুন্নাহের নির্দেশনা মোতাবেক নারীর অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে চায়। একই সাথে দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র গড়ে তোলা হবে। ইসলামই একমাত্র নারীর পূর্ণ মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। জামায়াতে ইসলামী সেই ইসলামী রাষ্ট্রব্যবস্থার পক্ষেই কাজ করে। আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে মহিলা জামায়াতের জনশক্তিকে কাজ করতে হবে।
তিনি রোববার (১৭ আগস্ট) সিলেট মহানগর মহিলা জামায়াতের জনশক্তির সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের মহিলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ফৌজিয়া রহমান শিউলী, জাহানারা বেগম, সদর থানা সেক্রেটারী মাজেদা বেগম ও জালালাবাদ থানা সেক্রেটারী নুরুন্নেসা খাতুন প্রমূখ।