শনিবার, ১৬ আগস্ট ২০২৫
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার তারেক রহমান তরুণ প্রজন্মকে পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন- দিরাইয়ে পাবেল চৌধুরী দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ আহত ৫ জনগনের ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ বিএনপি- আহমদ আলী মুকিব সিলেটে খালে ভাসছিলো ‘ভারতীয় নাগরিকের’ লাশ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর উন্নয়নে জন্য কাজ করবো : সৈয়দা আদিবা সমৃদ্ধশালী দেশ গঠনে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭ নারী নির্যাতনে অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন : আইএসপিআর সুনামগঞ্জে চোরাচালানের মামলায় আ. লীগ সভাপতি গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

তারেক রহমান তরুণ প্রজন্মকে পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন- দিরাইয়ে পাবেল চৌধুরী

দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন, যা আজও আমাদের আন্দোলনের প্রেরণা। 

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ, সাহস ও উন্নয়নের মাধ্যমে তিনবার প্রধানমন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নিয়েছেন। অথচ তিনি অন্যায়ভাবে কারাবন্দি ও নির্যাতিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনের প্রকৃত নেতা। প্রবাসে থেকেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, প্রতিটি কর্মসূচিতে দিকনির্দেশনা দিচ্ছেন এবং তরুণ প্রজন্মকে পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তিনি দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতৃত্বে সরাসরি শামিল হবেন।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করতে সক্রিয়। আমাদের মনে রাখতে হবে যেকোনো নেতাকর্মীর অন্যায় কাজের প্রভাব পুরো দল ও শীর্ষ নেতৃত্বের ওপর পড়ে। ভালো কাজ করলে তার প্রভাবও দল ও নেতার মর্যাদা বাড়ায়। তাই প্রত্যেকে সৎ, ত্যাগী ও জনবান্ধব রাজনীতির চর্চা করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় দিরাই থানা রোডস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম-এর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিলাল চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার মিলাদ, শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া, ছাত্রদল নেতা মুরছালিন আহমদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন দিরাই থানা মসজিদের ইমাম মাওলানা হাসান আহমদ।

এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান-এর সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয়ের জন্য দোয়া করা হয়। 

এর আগে জন্মদিন উপলক্ষে পৌর এলাকার মজলিশপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

তারেক রহমান তরুণ প্রজন্মকে পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন- দিরাইয়ে পাবেল চৌধুরী

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ আহত ৫

জনগনের ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ বিএনপি- আহমদ আলী মুকিব

সিলেটে খালে ভাসছিলো ‘ভারতীয় নাগরিকের’ লাশ

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর উন্নয়নে জন্য কাজ করবো : সৈয়দা আদিবা

সমৃদ্ধশালী দেশ গঠনে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির

পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ২৭

নারী নির্যাতনে অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন : আইএসপিআর

সুনামগঞ্জে চোরাচালানের মামলায় আ. লীগ সভাপতি গ্রেফতার