বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যেগে বানিয়াচংয়ে এক কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
১৫ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় ৬ নং কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।সমাবেশে প্র্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব।
কাগাপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাগাপাশা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:খালেদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মহিবুর রহমান বাবলু, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন ফারুক, উপজেলা কৃষক দলের আহবায়ক জুলফি খাঁন তিতু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মুকিব বলেন, বিগত ১৬ বছর বিএনপি জনগনের ভোটের অধিকার আদায়ে আন্দোলন করেছে।এখন ও নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ভোট জনগনের আমানত। আর এই আমানত ভোটের অধিকার জনগনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি ওয়াদাবদ্ধ। এ সময় নেতা-কর্মীদের উদ্দ্যেশে মুকিব আরো বলেন, জনমত সৃষ্টি করতে সকল নেতা-কর্মীকে জনগনের দুয়ারে দুয়ারে যেতে হবে। এলাকার মানুষের আপদে বিপদে নেতা-কর্মীদের কে পাশে থাকার আহবান জানান তিনি।
সমাবেশের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।