বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমরা দেখেছি, নানা চাপের মধ্যে দেশনেত্রীর দৃঢ় মনোবল। গণতন্ত্রের প্রশ্নের তার আপোষহীন নেতৃত্ব এবং নেতা-কর্মীদের প্রতি তার যে ভালোবাসা ও স্নেহ, তা তুলনাহীন। দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী তিনি। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী অনন্য নেত্রী তিনি। তিনি বাংলাদেশের মানুষের ভরসাস্থল।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জননন্দিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অত্যন্ত সফল চেয়ারপারসন। শত ষড়যন্ত্র আর চক্রান্তের মধ্যেও তিনি দলটির জনপ্রিয়তা ধরে রেখেছেন।
তিনি শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুম্মা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সিলেট মহানগর বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. নাজমুল হোসেন, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক, মুফতি নেহাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদকক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, খসরুজ্জামান খসরু, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম অপি, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মিজান আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জোনাক, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক খুর্শেদ আহমদ খুশু, সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ইকবাল কামাল, সদস্য ওলিউর রহমান ডেনি, মতিউর রহমান শিমুল, মোঃ হারুন রশিদ, নুরুল ইসলাম লিমন, জাকির হোসেন পারভেজ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজির হোসেন, ২৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ২২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মুহিব, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপু আহমদ ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি মজুমদার রনি প্রমুখ।