সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের বালিজুরী গ্রামের নবী হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বালিজুরী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা চলমান রয়েছে। চোরাচালনের এ মামলাটি বর্তমানে তদন্তাধীন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারের পর আতাউর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে