জনতার অধিকার, আমাদের অঙ্গিকার এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাকির খাঁনের সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এম.এ.বারী সিদ্দিকী। উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম সাব্বির রহমান রাজু"র সঞ্চালনায়। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদ আলী, প্রচার সম্পাদক এম.এস. মাসুম আহমেদ, সহ-দপ্তর সম্পাদক তুহিন বাদশাহ, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোসাহিদ মিল্টন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
এছাড়াও এসময় প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ- সভাপতি নুরুল গণি জনি, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেরুজ্জামান,অর্থ সম্পাদক আমির হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। স্বাধীনতার অঙ্গীকার বাস্তবায়নে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে উচ্চসিত করতে এই সংগঠন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তারা মনে করেন, বর্তমান সময়ে গণঅধিকার পরিষদের মতো শক্তিশালী ও সৎ নেতৃত্বই পারে জনগণকে নতুন আশার আলো দেখাতে।
বক্তারা আরও বলেন, দুর্নীতি, বৈষম্য ও দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে গণঅধিকার পরিষদ।