পাথর লুটপাট বন্ধে এবার জাফলংয়ে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানি দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।
তবে অভিযানের বিষয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেড কলি রানি দেব কোনো মন্তব্য করেননি।
আভিযানিক দলকে, নদীর তীরে ভিরিয়ে রাখা বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে পিটিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। এসময় নদীর পাড়জুড়ে অসংখ্য নৌকার মাঝিরা ভিড় করেন।
অভিযান সংশ্লিষ্টরা বলছেন, এসব নৌকার করে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়। যেকারণে এসব নৌকা জেলা প্রশাসনের টিম ভেঙে ডুবিয়ে দিচ্ছে।