মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ব্যবসায়ী সঞ্চয় সমিতির আত্মপ্রকাশ

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিষ্ঠিত ও স্থায়ী ব্যবসায়ীদের সমন্বয়ে ‘কুলাউড়া ব্যবসায়ী সঞ্চয় সমিতি’ গঠিত হয়েছে। 

সম্প্রতি স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মিরজান আলী (মিরজান ট্রেডার্স), সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন (সিকন্দর স্টোর), সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ (মেসার্স শফিকুর রহমান) এবং কোষাধ্যক্ষ হাজী আবুল কালাম (সুখী সংসার)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মো. আমিনুল ইসলাম (মেসার্স আমিনুল ট্রেডার্স), সহ-সাধারণ সম্পাদক নির্মাল্য মিয়া সুমন (সুরমা ফার্মেসি)। 


নির্বাহী সদস্যরা হলেন হাজী মো. শাহজাহান (শাহজাহান সু স্টোর), তারেক আহমদ (হাজী মুহিবুর রহমান হার্ডওয়্যার), মোশারফ হোসেন শামীম (শামীম ফার্মেসি), মো. কলিম উদ্দিন (বেঙ্গল ফুড), আবু তাহের মামুন (ক্লাসিক ফ্যাশন), মো. আব্দুল করিম (কাইয়ুম অ্যান্ড ব্রাদার্স), নেছার আহমদ (ব্রাদার্স টেলিকম), সুরমান আহমদ (কিচেন জোন) এবং রুবেল খান (রুবেল স্টোর)।

এই সম্পর্কিত আরো