বিয়ানীবাজার সরকারি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এই কার্যক্রমে কলেজের ৭টি বিভাগের ৪ শতাধিক নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ, সহযোগী অধ্যাপক প্রশান্ত কুমার মৃধা সহ শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ওরিয়েন্টেশন শেষে কলেজের প্রতিষ্ঠান প্রধান প্রফেসর সাব্বীর আহমদ বলেন, শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় আপনাদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত পাঠদান, সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ এবং সততা বজায় রাখলেই জীবনে সফলতা আসবে।
সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ভাষ্য, নতুন পরিবেশ ও আন্তরিক শিক্ষক-শিক্ষিকাদের কারণে আত্মবিশ্বাস আরও বেড়েছে।