সিলেটে ক্রমশই বাড়ছে ডেঙ্গু রোগীর সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ডেঙ্গুতে ২ জনকে শনাক্ত করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসাকৃত রোগীর সংখ্যা ৭ জন। এরমধ্যে, সিলেট মাউন্ট এডোরা হাসপাতাল ১ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন, সিলেট এমএজি ওমসানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে ১ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সিলেট জেলায় আক্রান্ত ২২ জন, সুনামগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ২৯ জন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।