সিলেট মহানগরীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলভিত্তিক করতে গঠন করা হয়েছে ২০টি সাংগঠনিক টিম। সিলেট বিএনপির তত্ত্বাবধানে এই টিমগুলো ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে দলকে শক্তিশালী করতে কাজ করবে।
শনিবার (৯ আগস্ট) সকালে মহানগর বিএনপির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এই কমিটির নেতৃবৃন্দরা কাজ করবেন।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ড ও ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লা কমিটি গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক টিম ঘটন করা হলো জিয়াউল গণি আরেফিন জিল্লুর ও দেওয়ান জাকির ১নং, ২নং ও ৩নং ওয়ার্ড, সৈয়দ মঈনুদ্দিন সোহেল ও আব্দুল ওয়াহিদ সুহেল ৪নং, ৫নং ও ৬নং ওয়ার্ড, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম ও সৈয়দ রেজাউল করিম আলো ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ড, মাহবুব কাদির শাহী ও শাহ সাইদুর রহমান হিরু ১০নং, ১১নং ও ১২নং ওয়ার্ড, আফজাল উদ্দিন ও মাহবুবুল হক চৌধুরী ১৩নং, ১৪নং ও ১৫নং ওয়ার্ড, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু ও মোর্শেদ আহমদ মুকুল ১৬নং, ১৭নং ও ১৮নং ওয়ার্ড, জিয়াউল হক জিয়া ও আবুল কালাম ১৯নং, ২০নং ও ২১নং ওয়ার্ড, নজিবুর রহমান নজিব ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন ২২নং, ২৩নং ও ২৪নং ওয়ার্ড, সৈয়দ সাফেক মাহবুব ও মির্জা সম্রাট ৩৭নং, ৩৮নং ও ৩৯নং ওয়ার্ড, জিয়াউল গণি আরেফিন জিল্লুর ও দেওয়ান জাকির ১নং, ২নং ও ৩নং ওয়ার্ড, সৈয়দ মঈনুদ্দিন সোহেল ও আব্দুল ওয়াহিদ সুহেল ৪নং, ৫নং ও ৬নং ওয়ার্ড, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম ও সৈয়দ রেজাউল করিম আলো ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ড, মাহবুব কাদির শাহী ও শাহ সাইদুর রহমান হিরু ১০নং, ১১নং ও ১২নং ওয়ার্ড, আফজাল উদ্দিন ও মাহবুবুল হক চৌধুরী ১৩নং, ১৪নং ও ১৫নং ওয়ার্ড, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু ও মোর্শেদ আহমদ মুকুল ১৬নং, ১৭নং ও ১৮নং ওয়ার্ড, জিয়াউল হক জিয়া ও আবুল কালাম ১৯নং, ২০নং ও ২১নং ওয়ার্ড, নজিবুর রহমান নজিব ও জাহাঙ্গীর আলম জীবন ২২নং, ২৩নং ও ২৪নং ওয়ার্ড, সৈয়দ সাফেক মাহবুব ও মির্জা সম্রাট ৩৭নং, ৩৮নং ও ৩৯নং ওয়ার্ড, ব্যারিষ্টার রিয়াসাদ আজিম আদনান ও বেলায়েত হোসেন মোহন ৩১নং, ৩২নং ও ৩৩নং ওয়ার্ড এবং নুরুল মোমিন খোকন ও শামীম মজুমদার ৩৪নং, ৩৫নং ও ৩৬নং ওয়ার্ড এর দায়িত্বপ্রাপ্ত টিম লিডার।
টিম লিডারদের কর্মপরিধিতে উল্লেখ করা হয়, আগামী ১৪ আগস্টের মধ্যে প্রতিটি ওয়ার্ডের আওতাধীন পাড়া কমিটির বর্তমান অবস্থা। ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে পাড়া কমিটির মধ্যে যদি কোনো সদস্য বিদেশ গমন করলে বা মৃত্যুবরণ করলে তাদের স্হলে স্হানীয় বিশিষ্টজন অন্তর্ভুক্ত করে তা সম্পন্ন করা। প্রতিটি পাড়া ও ওয়ার্ড কমিটি নিয়ে যৌথ সভার তারিখ নির্ধারণ করা। এসকল বিষয় মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা এবং ওয়াটসআপ গ্রুপে দেওয়া। এ পর্যন্ত যেসকল ওয়ার্ড সদস্য সংগ্রহ ফরম নেননি, দয়া করে দ্রুততম সময়ের মধ্যে নেয়া এবং পাড়ায় পাড়ায় কার্যক্রম শুরু করা।
এসময় বৈঠকে সিলেট বিএনপির নেতৃবৃন্দরা বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সিলেট শহরে বিএনপিকে সুসংগঠিত করতে ও তৃণমূলে আন্দোলন-সংগ্রামকে ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০টি সাংগঠনিক টিম প্রতিটি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে গিয়ে সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ করবে এবং কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।’
প্রতিটি টিমে মহানগর বিএনপির একজন দায়িত্বশীল নেতা থাকবেন, যিনি সংশ্লিষ্ট ওয়ার্ড বা ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। তারা নিয়মিত মতবিনিময় সভা, কর্মীসভা ও সাংগঠনিক মূল্যায়ন করবেন। মহানগর বিএনপির নেতারা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়বে, অন্যদিকে মাঠপর্যায়ে দলীয় শক্তিও পুনরুদ্ধার করা সম্ভব হবে।