রবিবার, ১০ আগস্ট ২০২৫
রবিবার, ১০ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে খাস জমি জবর দখলের অভিযোগ

জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন পাঠানের বিরুদ্ধে সরকারি খাস জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে।
 
পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের লোকজনের চলাচলের ব্যবস্থার দাবিতে রোববার সকালে ৪২ জন স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানাযায়, গত ৩ বছর আগে সরকারী ভাবে সাচনা বাজার ইউনিয়নের নূরপুরের নদী ভাঙ্গন এবং ভূমিহীন ও গৃহহীন ৭৬ টি পরিবারকে দুই শতক জায়গাসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। গুচ্ছ গ্রামের সামনে ২৫ বিঘা সরকারি খাস ভূমি রয়েছে। এই খাস ভূমিতে গুচ্ছগ্রামের লোকজন চলাচল ও শাকসবজি আবাদ করে। 

সম্প্রতি সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন পাঠান জোড় করে দখল করার পাঁয়তারা করছে। এতে গ্রামবাসী বাঁধা দিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে করে গুচ্ছ গ্রামবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। 

এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য এনামুল হোসেন  পাঠান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো খাস জায়গা দখল করিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান,  অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

এই সম্পর্কিত আরো