রবিবার, ১০ আগস্ট ২০২৫
রবিবার, ১০ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলমবিরতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলমবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার সকল গণমাধ্যমকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান নেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, “সাংবাদিক তুহিন হত্যার নৃশংসতা আমাদের শঙ্কিত ও ভীত করেছে। এ ধরনের ভীতিকর পরিস্থিতি বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “নিহত সাংবাদিকের পরিবার যেন মানবেতর জীবন না কাটায়, সেজন্য রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে হবে।”

প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনূর আহমেদ, সাংবাদিক ঝুনু চৌধুরী, হাসান চৌধুরী, সুলেমান কবীর, ফুয়াদ মনি, রাজু আহমেদ রমজান, শাহ মোহাম্মদ ফরহাদ প্রমুখ।

এদিকে, কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে জেলার বিভিন্ন উপজেলাতেও পালিত হয়েছে কলমবিরতি। দোয়ারাবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

এই সম্পর্কিত আরো