গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবং সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে, যা সারাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। এমন বর্বর হত্যাকাণ্ড মতপ্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি বলে মনে করছেন গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (৯ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো. ইসলাম আলী বলেন, “এ ধরনের ঘটনা গোটা সাংবাদিক সমাজের ওপর আঘাত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি আমরা।”
বিবৃতিতে তারা আরও বলেন, “সাংবাদিকরা দেশ ও সমাজের কথা বলে, সত্য প্রকাশে কাজ করে। আর সেই সত্য প্রকাশের দায়েই যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা জাতির অস্তিত্বের জন্য হুমকি।”
উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং আহত সাংবাদিক আনোয়ার হোসেন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।