পাথর বুঝাই ট্রাক থেকে ভারতীয় অবৈধ প্রসাধনী সামগ্রী আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গোপন সংবাদে ভিত্তিতে শনিবার ভোরে বিয়ানীবাজার থানা ও চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা ট্রাকটি আটক করেন। ট্রাকে ২ থেকে আড়াই কোটি টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রি ছিল।
চারখাই পুলিশ ফাঁড়িতে একটি সংবাদ আসে বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক সিলেটের দিকে যাচ্ছে। পুলিশ সদস্য চারখাই পুলিশ ফাড়ির সামনে চারখাই জকিগঞ্জ সড়কে চেক পোস্ট বসিয়ে ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকের চালক জসিম উদ্দিন, ট্রাকের মালিক কানাইঘাট এলাকার জাহেদ আহমদ ও সন্দেহভাজন কানাইঘাট এলাকার মেহেদী হাসানকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভারতের অবৈধ এ প্রসাধন সামগ্রি কানাইঘাটের বাংলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে নিয়ে আসা হয়। পরবর্তীতে সিলেট নিয়ে যেতে পুলিশকে ফাঁকি দিতে অবৈধ এসব পণ্যের উপর পাথর বুঝাই করা হয়।
আটককৃতসহ অবৈধভাবে পণ্য দেশে নিয়ে আসার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, ট্রাক থেকে পণ্য গুলো জব্দ করে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে।
ভারতীয় অবৈধ পণ্য ও মাদকের নিরাপদ রোট হচ্ছে জকিগঞ্জ-চারখাই সড়ক। কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে দেশে আসা অবৈধ এসব পণ্যের অল্প কিছু চালান আটক করতে পারে পুলিশ।