মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মোঃ নুরুল হক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, যোগ্য, দক্ষ খোদাভীরু ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে।মাদ্রসা শিক্ষা ব্যবস্থায় এখনো বঞ্চনার অন্ত নেই।মাদ্রাসা শিক্ষার বিস্তার লাভে শিক্ষা ব্যবস্থা নীতিমালা সহজ করার পরিকল্পনা আছে বলে জানান তিনি।
৮ আগষ্ট শুক্রবার সকাল ১১টায় বানিয়াচং জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক, ছাত্র-শিক্ষক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান আরো বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার জিপিএ-৫ ও পাসের হার বৃদ্ধি করতে গিয়ে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কাজ করছে।মাদ্রাসা শিক্ষকদের পাঠদানে যাওয়ার আগে অবশ্য মুতায়ালা (অনুশীলন) করে যাওয়ার পরামর্শ দেন।মান সম্পন্ন পাঠদানের জন্য সকল শিক্ষকদের আহবান জানান তিনি।
অধ্যাপক মিঞা মোঃ নুরুল হক বক্তব্যের শেষে বলেন, এতোদিন বিদ্যমান আইনে মাদ্রাসার এমপিওভুক্ত সহ একাডেমিক বিভিন্ন বিষয় কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ ছিল। স্কুল ও মাদ্রাসার সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য ছিলো।এখন সেসব আইনের সংশোধনী আনা হচ্ছে।আইন সংশোধন হলে মাদ্রাসা এমপিও সহ প্রতিষ্ঠান এবং শিক্ষকদের নানান সুবিধার পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্র ও বৃদ্ধি করা হবে।
মাদ্রাসার সুপার মাওলানা আবু হামিদ মমসাদ হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাজ্জাদ বিন লালের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ও ইউকে'র সভাপতি শায়েখ এ.কে,মওদুদ হাসান ও মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ।