শ্রীমঙ্গলে কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব) বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার সোনাছড়া ও ভাড়াউড়া চা বাগানে দোলনযাত্রা পূজা উদযাপন উপলক্ষে এ দু'টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের আস্বস্ত করে বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন হিন্দু সম্প্রদায়ের সকল লোকদের জান ও মালের নিরাপত্তা বিধান করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন,বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছেন।
এসময় পূজা উৎযাপনের নেতৃবৃন্দ হাজী মুজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ও তাকে পেয়ে তারা খুব খুশি হন।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু,সদস্য মকসুদ আলী,বাদশা মিয়া কাজল,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু মিয়া,সদস্য সচিব টিটু আহমেদ,যুবদল নেতা সুজিত রায়,মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু,মোবারক হাসান লুপ্পা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।