রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল জকিগঞ্জে যুবদল নেতা এনামকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ডাক্তার ও নার্সের অবহেলায় শিশুর মৃত্যু সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি-ইলিয়াস পত্নী লুনা বাচ্চু সভাপতি-সজল সম্পাদক-মনু সাংগঠনিক - কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ জাতিসংঘে ‘হামাসমুক্ত’ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ১৪২ দেশ, সমর্থন ভারতেরও জাকসুর ভিপি পদে ‘স্বতন্ত্র’ ও জিএস-এজিএস পদে ‘ছাত্রশিবির’ নির্বাচিত কোম্পানীগঞ্জে এক বাড়ি থেকে ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার এক কিশোরের ‘রসিকতায়’ জগন্নাথপুরে সিংহ আতঙ্ক
advertisement
সিলেট বিভাগ

ব্রিজের ৪০ শতাংশ বিল তুলে উধাও ঠিকাদার

বালাগঞ্জে ৮ কোটি টাকায় বাঁশের সাঁকো!

সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজ এখন পরিণত হয়েছে এক টুকরো হতাশার প্রতীক। 

টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৮ কোটি টাকার প্রকল্প হাতে পেলেও মাত্র ৪০ শতাংশ কাজ করে বাকি টাকা তুলে পালিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। 

নির্মাণকাজ থমকে যাওয়ায় এলাকাবাসীর একমাত্র ভরসা এখন একটি পুরোনো বাঁশের সাঁকো। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে এটিকেই এখন বলছেন '৮ কোটি টাকার বাঁশের সাঁকো।'

স্থানীয় ও প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ অক্টোবর বাংলা বাজার টু দনারাম সড়কের বেথরী নদীর ওপর এলজিইডির অধীনে ৭কোটি ৭৮ লাখ ২০ হাজার ২৪৯ টাকা বরাদ্দে ব্রিজটি নির্মানের কার্যাদেশ দেওয়া হয় শেরপুরের ধ্রুব মোশারফ (জেবি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের আগস্টের মধ্যে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা তো দূরে থাক, বরং প্রায় দুই বছর ধরে কাজ বন্ধ রেখে সংশ্লিষ্টদের ম্যানেজ করে ঠিকাদার পকেটে তুলেছেন বরাদ্দের প্রায় ৪০ শতাংশ।


এলাকাবাসীরা অভিযোগ করেন, ঠিকাদার কাজ শুরু করলেও বর্ষা ও শুকনো মৌসুমের অজুহাত দেখিয়ে বারবার নির্মাণকাজ বন্ধ রাখেন। সর্বশেষ কিছু সামগ্রী ফেলেই তিনি কার্যত এলাকা ছেড়ে গেছেন। ফলে স্থানীয়দের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুলগামী শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ নৌকা ও বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন

বাংলা বাজারের বাসিন্দা হাবিবুর রহমান আনু বলেন, 'এটাই আমাদের এলাকার প্রধান চলাচলের পথ। কিন্তু সঠিক তদারকি না থাকায় ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছিলেন। বারবার বললেও কেউ কথা শোনেনি। এখন বছরের পর বছর আমাদের এ দূর্ভোগ সয়ে যেতে হচ্ছে।'

পশ্চিম পৈলনপুর  ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজেফর আলী বলেন, 'ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গেছেন। দফায় দফায় বলার পরও ব্রিজের কাজ শেষ হয়নি। বিষয়টি বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। ঠিকাদার ধ্রুব মোশারফ বলেন, 'দেশের পট পরিবর্তন ও বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা যায়নি। কাজের মেয়াদ বাড়ানোর চেষ্টা করছি, সময় পেলে কাজ শেষ করব।

বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ বলেন, 'নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করায় আমরা একাধিকবার তাকে তাগাদা দিয়েছি। কাজ বন্ধ থাকায় চুক্তি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।'

নির্মাণাধীন ব্রিজের ওপর বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা।

এই সম্পর্কিত আরো

তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল

জকিগঞ্জে যুবদল নেতা এনামকে কুপিয়ে জখম

বিয়ানীবাজারে ডাক্তার ও নার্সের অবহেলায় শিশুর মৃত্যু

সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি-ইলিয়াস পত্নী লুনা

বাচ্চু সভাপতি-সজল সম্পাদক-মনু সাংগঠনিক কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

জাতিসংঘে ‘হামাসমুক্ত’ স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ১৪২ দেশ, সমর্থন ভারতেরও

জাকসুর ভিপি পদে ‘স্বতন্ত্র’ ও জিএস-এজিএস পদে ‘ছাত্রশিবির’ নির্বাচিত

কোম্পানীগঞ্জে এক বাড়ি থেকে ৭৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

এক কিশোরের ‘রসিকতায়’ জগন্নাথপুরে সিংহ আতঙ্ক