গণ-অভ্যুত্থান দিবস ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে রাজনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ২ টার দিকে উপজেলার কলেজ পয়েন্ট এলাকা থেকে এ বিজয় মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গবিন্দবাটি এসে শেষ হয়।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি, নুরুল ইসলাম সেলুন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেবর পরিচালনায় সেখানে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, কবির মিয়া, সাধারণ সম্পাদক, মো: আব্বাস আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম, রাজনগর উপজেলা কৃষক দলের সভাপতি, মনির আহমদ খালেদ, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি, ছালিক মিয়া, উপজেলা যুব দলের সদস্য সচিব, রুকন আহমদ, উপজেলা ছাত্র দল নেতা রিহান আহমদ, জুনেল আহমদ, ছালাম আহমদ রিমব প্রমূখ।
প্রসঙ্গত গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।