বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের সহকারী অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুল হাসানের পরিচালনায় মূখ্য আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ।
সভায় কলেজের সহযোগী অধ্যাপক প্রশান্ত কুমার মৃধা ও আব্দুর রহিম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী করা হয়।