মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাকির হোসেন, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, পৌর জামায়াতের নায়েবে আমির মো: জাকির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ছাত্রদল নেতা শামীম আহমদ, মৌলভীবাজার যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তানিম হোসাইন রুহিন, ছাত্র নেতা নাহিদ রহমান, ইমন আহমদ, মো: জাহিদুল ইসলাম ফেরদাউস, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ,আল আদনান চৌধুরী, শেখ রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যূত্থান দিবসের মুল প্রতিপাদ্য বিষয় হলো- বাক স্বাধীনতা, সবার অংশগ্রহনমূলক রাষ্ট্র পরিচালনা এবং সুশাসন প্রতিষ্টা করা। জুলাই অভ্যূত্থান যাতে কোন কারণে ব্যর্থতায় রূপ না নেয় সেজন্য জুলাই যোদ্ধাদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।