জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পৃথক পৃথক ভাবে বানিয়াচং উপজেলা বিএনপির উদ্দ্যেগে বিজয় র্যালী অনুষ্টিত হয়েছে
৫ আগষ্ট মঙ্গল বার সকাল ১১ টায় বড় বাজার সাবরেজিষ্ট্রার অফিসের সামনে থেকে বিজয় র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় সাবরেজিষ্ট্রার অফিসের সামনে এসে পথ সভা অনুষ্টিত হয়
পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহি কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব
প্রধান অতিথির বক্তব্যে মুকিব বলেন,বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ভে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৬ বছর ধারাবাহিক ভাবে আন্দোলন করেছে।দীর্ঘদিনের বঞ্চনা, দু:শাসন, দূর্নীতি ও লুটপাটে অতিষ্ট হয়ে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রতিরোধে ২০২৪ সালের এই দিনে চুড়ান্ত বিজয় অর্জিত হয়।ঐতিহাসিক এই বিজয় অর্জনের বর্ষর্পূর্তিতে বানিয়াচং এর নয়জন শহীদ সহ দেশের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ঞ্জাপন করেন তিনি।বানিয়াচং নাইন মার্ডার মামলায় যারা আসামী আছেন তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান মুকিব।
এ সময় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে স্লোগানে মুখরিত হয় পথসভাস্থল।পথসভার শেষ পর্য়ায়ে মুকিব নেতা-কর্মীদের উদ্দ্যেশে বলেন, ধানের শীষ যার আমরা তার।পথসভা শেষে সকল শহীদ ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে স্থানীয় শহীদ মিনার থেকে বিএনপির আরো একটি বিজয় র্যালী শুরু হয়।
বড় বাজার প্রদক্ষিন করে শহীদ মিনার চৌরাস্থার মোড়ে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা ডা:সাখাওয়াত হাসান জীবন।
বানিয়াচংয়ের নয়জন শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে ডা:জীবন বলেন, দিনের শুরুতে বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে শহীদদের কবর জিয়ারত করে এসেছি।শহীদ পরিবারদের পাশে থাকার চেষ্টা করেছি।যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি।নেতা-কর্মীদের সব সময় জনগনের পাশে থাকার আহবান জানান তিনি।