জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অগাস্ট) বিকেলে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ২০২৪ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় র্যালীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। এসময় এম. ইলিয়াস আলী ও তাঁর সহধর্মীণি তাহসিনা রুশদীর লুনার নামে এবং ধানের শীষ প্রতিকের স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর শহর।
র্যালী শেষে নতুন বাজার এলাকার প্রবাসী চত্বরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোনায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি। সিলেটের কোটি মানুষের নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান এখনও পাওয়া যায়নি। আমাদের প্রিয় নেতার সন্ধানের দাবি জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে বিপুল ভোটে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।