জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অগাস্ট) দুপুরে মিছিলটি বিশ্বনাথ ডাকবাংলোর সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় প্রবাসী চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারী মতিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর এইচএম আক্তার ফারুক।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দি, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহানসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।