সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তী উপলক্ষে বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই আগষ্ট) বিকেল ৩ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে বিশাল এ আনন্দ মিছিলটি বের হয়। পরে মিছিলটি জৈন্তাপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলায় এসে শেষ হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল পরবর্তীতে উপজেলা সদরে বিজয়স্তম্ভে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পথসভায় উপজেলা বিএনপির সহ -সভাপতি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।
এ সময় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত দলীয় নেতাকর্মীতে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানে ধারাবাহিকতায় গত বছরের ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় নিশ্চিত হয়েছে।
এ সময় বক্তব্যে তিনি বলেন ছাত্রজনতার এই বিজয়ের মূল কাঙ্খিত লক্ষ্য পূরণে আগামীতে তারেক রহমানের নেতৃত্বের কোন বিকল্প নেই। তিনি এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এ সময় পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ইউ/পি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা কৃষক দলের আহবায়ক ও ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল , উপজেলা যুবদলের সিনিয়র-যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, এডভোকেট নিজাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান , সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ সহ জৈন্তাপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।