জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু এখনো চাঁদাবাজী লুটপাট খুন-খারাবি ধর্ষণ বন্ধ হয় নাই। জুলাই-আগস্টের শহীদের পরিবার এবং আহতরা এখনো পুনর্বাসিত হয়নি। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিক দেশ গঠনে জামায়াত কাজ করছে। আমাদের মুহতারাম আমীরে জামায়াত ঘোষণা দিয়েছেন ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে।
তিনি বলেন, আমরা জুলাই সনদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খার প্রকৃত বাস্তবায়ন দেখতে চাই। বিচার, সংস্কার, জুলাই সনদ নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের পূনর্বাসন করা, দূর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার হোক গণঅভ্যুত্থান দিবসের প্রত্যয়।
তিনি মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীতে ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর জামায়াত আয়োজিত গণমিছিল পুর্ব সমাবেশে এবং মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রেজিস্টারি মাঠের সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে মহানগর ও বিভিন্ন থানা-ওয়ার্ড-ইউনিটের হাজার হাজার জনশক্তি অংশ নেন।
মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর ছাত্রশিবির সভাপতি শাহীন আহমেদ, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জেলা জামায়াত নেতা সাবেক ফেঞ্জুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, সিলেট মহানগরী শাহপরান থানা পশ্চিম আমীর শামীম আহমদ, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন, মহানগর কোতোয়ালী পশ্চিম থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলাম, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম, জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিন, এয়ারপোর্ট থানা আমীর শফিকুল আলম মফিক, সিলেট সদর উপজেলা আমীর নাজির উদ্দিন ও পেশাজীবি থানা আমীর আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।