রবিবার, ০৩ আগস্ট ২০২৫
রবিবার, ০৩ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক। লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর

বিশ্বনাথের মাছুখালী বাজারের ব্যবসায়ী-ক্রেতা, স্থানীয় প্রাইমারী স্কুল, হাই স্কুল,মসজিদসহ দূর-দুরান্ত থেকে আগত পথচারীদের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আবেদন জানিয়েছেন প্রবাসী সাংবাদিক মোঃ রহমত আলী।

গত বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বরাবরে এক লিখিত অভিযোগে বলেন, আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ রহমত আলী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাও গ্রামের স্থায়ী বাসিন্দা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। পেশায় সাংবাদিক ও স্বেচ্ছাসেবী। সে হিসাবে স্থানীয় দশঘর মাছুখালী বাজারে আমি যুক্তরাজ্যের সরকারী রেজিষ্ট্রেশন প্রাপ্ত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আর এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে এলাকার গরীব ও দুস্থ মানুষদের নানা প্রকার সহযোগিতা করে যাচ্ছি। এ প্রতিষ্ঠানে আরও যুক্ত রয়েছে একটি গণ পাঠাগার। যেখানে লোকজন বই পড়ে সময় কাটায়।তা ছাড়াও রয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।

কিন্তু পরিতাপের বিষয় এই যে, এর পার্শ্ববর্তী স্থানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্বনাথ হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ স্যানেটিশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প (২০২১-২০২২) এর আওতার ইমপ্রুবমেন্ট ল্যাট্রিন নামে যে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছিল তা এখন মারাত্মক পরিবেশ দুষনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শুধু আমাদের প্রতিষ্ঠানগুলি নয়, উক্ত বাজারের ব্যবসায়ী-ক্রেতা, স্থানীয় প্রাইমারী স্কুল, হাই স্কুল মসজিদসহ দূর-দুরান্ত থেকে আগত পথচারীদেরও চলাচলের ক্ষেত্রে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। ফলে এটা পূর্বের অবস্থানে স্তানান্তর করা ছাড়া আর কোন বিকল্প নাই।

উল্লেখ করা প্রয়োজন যে, এ ল্যাট্রিন নির্মানের পূর্বে উক্ত বাজারের পশ্চিম পার্শ্বে একটি নিরাপদ স্থানে মূল টয়লেট স্থাপন করা হয়েছিল। কিন্তু আপনাদের অফিস থেকে সাইট সিলেকশনের সময় পূর্বের স্থান থেকে বর্তমান জনবহুল স্থানে এটা স্থানান্তরিত করে এখানে স্থাপন করা কারো বোধগম্য নয়।

টয়লেটের বর্তমান শুচনীয় অবস্থার প্রেক্ষিতে স্থানীয় মাসুক উদ্দিনসহ তিনজন এর প্রতি কার চেয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইতিপূর্বে একটি দরখাস্ত করেন। সে দরখাস্তের প্রেক্ষিতে অনুষ্ঠিত তদন্তেও এ পরিবেশ দূষনের সত্যতা পাওয়া যায়। উক্ত রিপোর্টে এ ব্যাপারে বলা হয়েছে যে, সরেজমিনে তদন্তে শৌচাগারটি মাছুখালী বাজারে প্রবেশের রাস্তার পাশে নির্মাণ করা হয়েছে মর্মে দেখা যায়। মাছুখালী বাজার সংলগ্ন দশঘর নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয় এবং মসজিদ রয়েছে যাতে উক্ত বাজারে প্রচুর লোক সমাগম হয়। শৌচাগারটি লেট্রিন’ গণহারে ব্যবহারের ফলে অপরিষ্কার ও নোংরা রয়েছে এবং দূর্ঘন্ধ ছড়ানোর প্রবণতা রয়েছে মর্মে তদন্তকালে পরিলক্ষিত হয়েছে। 

অবশ্য ভুমির মালিকানার ব্যাপারে সরকারী ভূমি বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু দরখাস্তকারী তিনজনের অংশ একত্রিত করলে এ টয়লেটের স্থান ব্যক্তি মালিকানায় প্রমানিত হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে। কিন্তু ভূমি সরকারী হউক বা ব্যক্তি মালিকানায় হউক আসল কথা হল পরিবেশ রক্ষা হচ্ছে কিনা। এ রিপোর্টে আরও একটি বিষয় উল্লেখ রয়েছে যে, তদন্তকালে উপস্থিত বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় মুসল্লিগনের ভাস্যমতেউক্ত বাজারে একটি গণশৌচাগার প্রয়োজনীয়। আমরাও সেটি আমাদের দরখাস্তে উল্লেখ করেছি কিন্তু সেটা হবে অন্য কোন জায়গায় বা পূর্বের স্থানে যেখানে পরিবেশ দূষিত না হয়।

অভিযোগকারী উক্ত লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন যে, এ ব্যাপারে সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর (মাছুখালী) বাজারে অবৈধভাবে লেট্রিন স্থাপনের একটি লিখিত অভিযোগে এ দপ্তরে দাখিল করা হয়েছে। অবৈধভাবে ল্যাট্রিণ স্থাপনের কারণে অভিযোগকারীদের বিভিন্ন ধরণের অসুবিধা হচ্ছে মর্মে উল্লেখ করা হয়। এমতাবস্থায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় দশঘর (মাছুখালী) বাজারে অবৈধভাবে স্থাপিত ল্যাট্রিণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এমতাবস্থায় উক্ত টয়লেটটি নিরাপদ স্থানে স্থানান্তর পূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনাথ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সুদৃষ্টি কামনা করেন প্রবাসী সাংবাদিক মোঃ রহমত আলী।

এই সম্পর্কিত আরো

সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক।

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু

সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান

দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার

বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর

সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা