বিশ্বনাথে শনিবার ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্বনাথ উপজেলা ছাত্র মজলিস ও পৌর শাখা। সংগঠনের ব্যানারে সংবর্ধনা উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র মজলিসের সভাপতি মো. আল-আমিনের সভাপতিত্বে ও পৌর ছাত্র মজলিসের সভাপতি আতিকুল ইসলাম, উপজেলা বায়তুল মাল সম্পাদক জামিল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব রাখেন ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ হোসাইন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ছাত্র মজলিস সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি ইমদাদুল হক ইমরান, সিলেট জেলা পশ্চিমের সেক্রেটারী নুরুল ইসলাম নাহিদ, এমসি কলেজ সভাপতি আব্দুল বাছিত, বিশ্বনাথ উপজেলার সেক্রেটারী রেজাউল করিম, পৌর শাখার সেক্রেটারী খালেদ আহমদ, বায়তুল মাল সম্পাদক বায়োজিদ আহমদ, আরিফুল ইসলাম আব্বাস আলী।
আলোচনা সভা শেষে ৭০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।