রবিবার, ০৩ আগস্ট ২০২৫
রবিবার, ০৩ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক। লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন ময়নুল
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কুলাউড়া উপজেলার পৃথিপপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার ইউনিয়নের আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।  ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় কাউন্সিল। উক্ত কাউন্সিল অধিবেশনে ৪৫৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

এদিকে কাউন্সিলের মাধ্যমে ফের পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ফিরলেন বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ। শনিবার ইউনিয়ন বিএনপির কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন এডভোকেট আহমেদ উর রহমান মুরাদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রাসেল আহমেদ।

ইউনিয়ন বিএনপির কাউন্সিলে তিন পদে ১০  জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। দলীয় ৪৫৯ কাউন্সিলারের মধ্যে ৪৫৬ কাউন্সিলার তাদের ভোট প্রদান করেন।

সভাপতি পদে ২০৫ ভোট পেয়ে বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নবাব আলী তাকি খান ১৭০, আকদ্দছ আলী মাস্টার ৭৭, মো. সাজু উদ্দিন ০১ পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে এডঃ আহমদ উর রহমান খান মুরাদ বিজয়ী হন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আজমল হোসেন চৌধুরী বাতেন ১৯০ ভোট পেয়ে পরাজিত হন ।

সাংগঠনিক সম্পাদক পদে ১৬৯ ভোট পেয়ে রাসেল আহমদ বিজয়ী হন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আশফাকুর রহমান চৌধুরী জয়নাল ১৪২, নুরুল ইসলাম রউজ ১১৯, সালেক আহমদ সাবুল ২৪টি ভোট পেয়ে পরাজিত হন । 

বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছয়টার দিকে  ফলাফল ঘোষণা করেন কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খাঁন। 

এর আগে দুপুরে বিএনপির সম্মেলন উদ্বোধন শেষে আলোচনা সভায়  পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক  আহসানুল করিম চৌধুরী সোহেলের সভাপতিত্বে বিএনপি নেতা আব্বাছ আলী ও বাবুল আহমদ এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি কমিটির সমন্বয়ক আলমগীর হোসেন ভূইয়া প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। 

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে পৃথিমপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ। পরে উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়েছেন। অন্তত ২৬ বছর ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এক পর্যায়ে অসুস্থ হয়ে রাজনীতিতে সাময়িক বিরত ছিলেন। ২০২৩ সাল থেকে আবারও সক্রিয় হন। তখন বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়লে একাংশের সভাপতি হন বুরহান উদ্দিন ময়েজ। আজ আবার ঐক্যবদ্ধ পৃথিপপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি হলেন ময়েজ। তবে এবার তার নেতৃত্ব অনেকটা ঝুঁকির মধ্যে পড়েছিলো। বিশেষ করে নবাববাড়ির প্রার্থী নবাব আলী তকী খান ও সাবেক সভাপতি আকদ্দস আলী মাস্টার প্রার্থী হওয়ার পর অনেকের ধারণা ছিলো হয়তো এবছর নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। কিন্তু সব অনুমান পালটে দিয়ে ৩৫ ভোটের ব্যবধানে  নবাব আলী তকী খানকে পরাজিত করে বিজয়ী হন পৃথিপপাশা ইউনিয়নের এক প্রতিবাদীকণ্ঠ বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ।

এই সম্পর্কিত আরো

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক।

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু

সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান

দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার

বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর

সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন ময়নুল