রবিবার, ০৩ আগস্ট ২০২৫
রবিবার, ০৩ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক। লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন ময়নুল
advertisement
সিলেট বিভাগ

মব সৃষ্টি ও অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিক্ষকবৃন্দ

মব সৃষ্টি ও অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক পারভীন আক্তার খানম।

বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিকল্পিতভাবে একাধিকবার মব সৃষ্টি ও অপপ্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করতে একটি চক্র বারবার উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।শনিবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে এমন তথ্য জানান প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম জানান, সমন্বয়ক পরিচয়ে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে বিদ্যালয় থেকে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা না দেওয়ায় তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদ্যালয় চত্বরে অপপ্রচার চালানো এবং মব সৃষ্টির মাধ্যমে অস্থিরতা তৈরি করছে। এসব কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ছাত্র আন্দোলনের কারণে গত বছরের ২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে বাধ্যতামুলক ছুটিতে পাঠায় প্রশাসন। এরপর থেকে তারা বাড়িতে বসেই অফিস করছিলেন।গত ২০জুলাই তারা বিদ্যালয়ে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে কয়েকজন বহিরাগত লোক মব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে জানান প্রধান শিক্ষক।

তারা আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে বিদ্যালয়ের সুনাম ও ফলাফল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের রেজাল্ট আবারো ভালো করার লক্ষ্যে সকলে বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, সিনিয়র শিক্ষক কাজল মিয়া, দীপক কুমার গোপ, ফারহানা খানম, নানু মিয়া,  জাহেদুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইদুর রহমান চৌধুরী, সোনিয়া ইকবাল সম্পা, ইমদাদুল হক, অফিস সহকারী পারভীন আক্তার প্রমুখ।

এছাড়া বানিয়াচং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক।

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু

সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান

দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার

বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর

সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন ময়নুল