শনিবার, ০২ আগস্ট ২০২৫
শনিবার, ০২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে উচ্ছেদ অভিযানে স্বস্তি-শংকা

টানা কয়েকদিন অবৈধ উচ্ছেদ অভিযানের প্রচারণার পর শুক্রবার বিয়ানীবাজার পৌরশহরের প্রধান সড়কের ফুটপাত ও জেলা পরিষদের পুকুরপাড়ের অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এবং প্রথম শ্রেণির ম্যাজেস্ট্রেট গোলাম মুস্তফা মুন্না এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী ও বিয়ানীবাজার থানার ওসি আশরাফুজ্জামান সহ পুলিশ সদস‍্যরা।

এদিকে অভিযানের আগেরদিন বৃহস্পতিবার রাতে ফুটপাত দখল করে থাকা ক্ষুদ্র ব‍্যবসায়ীরা সরে গেলে প্রধান সড়কের কলেজ মোড় এলাকা দখলমুক্ত দেখে পথচারিসহ পৌরবাসীর স্বস্থির নিঃশ্বাস ফেলেন। সবাই উপজেলা নির্বাহী কর্মকর্তার ভূয়শী প্রশংসা করেন। একই সাথে শংকা প্রকাশ করেন যেকোন অজুহাতে ফের ফুটপাত দখল করে সবজির পসরা নিয়ে বসতে পারেন ব্যবসায়ীরা। এ বিষয়ে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

শহরের উত্তরবাজার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দক্ষিণপাড়ার ও মোকাম মসজিদ রোড এলাকায় পরিচালিত হয়। এ সময় ফুটপাত ও সডক দখল করে ব‍্যবয়ীরা পণ‍্য রাখায় সেগুলো উঠিয়ে নেয়া হর। টানা তিন ঘন্টা এ উচ্ছেদ অভিযানে সরকারি পুকুর পাড়ে অবৈধ নির্মিত একটি ঘর উচ্ছেদ, দখল মুক্ত এবং দু একজন সতর্ক ও সময় বেঁধে দেয়া রয়েছে।

পৌরশহরের যানজট নিরসনে রাখতে ফুটপাত ও সড়ক অবৈধ দখল মুক্ত রাখতে পুলিশ কাজ করবে জানিয়ে ওসি আশরাফুজ্জামান বলেন, পৌরশহরে ব‍্যবসায়ীসহ সবার সহযোগিতা প্রয়োজন। ফুটপাত দখল হলে চাপ বাড়ে সড়কের উপর তখন যানজটের সৃষ্টি হয়।

ফুটপাত দখলমুক্ত রাখতে পৌরবাসীকে সচেতন থাকতে হবে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক প্রথম শ্রেণীর ম‍্যাজেস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না বলেন, পৌর শহরের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এরকম অভিযান অব‍্যাহত থাকবে। ফুটপাত যাতে ফের দখল না হয়ে যায় সেজন্য পৌরবাসীর সহযোগিতা ও সচেতনা প্রয়োজন।

গত বছরের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর পৌরশহরের ১২ আগস্ট উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ার এক বছর পর প্রশাসনের এ উচ্ছেদ অভিযান সর্ব মহলে প্রশংসিত হয়েছে।

এই সম্পর্কিত আরো