শনিবার, ০২ আগস্ট ২০২৫
শনিবার, ০২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বিথী মিউজিক ক্লাবের উদ্বোধন

শুক্রবার ১লা আগস্ট সিলেটের মিডিয়ার গণ্যমান্য  ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্থানীয় ধোপা দিঘিরপাড়স্থ বঙ্গবীর আবাসিক এলাকায় বিথী মিউজিক ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জনপ্রিয় কন্ঠ শিল্পি ও প্রশিক্ষক বিথী রাণী নাথ এর সার্বিক তত্বাবধানে ৫ বছর বয়সের অধিক শিশু এবং যুবশ্রেণীকে সংগীত ও বিভিন্ন বাদ্যযন্ত্রের উপর প্রশিক্ষণ দেয়া হবে।  

শুদ্ধ সংগীত প্রশিক্ষণে অঙ্গীকারবদ্ধ বিথী রাণী নাথ বলেন, ছোট বেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহ থেকে আমি আমার নিজ এলাকা জগন্নাথপুরে  বিথী মিউজিক স্কুল নামক প্রতিষ্ঠানে ৫বছর শিশু কিশোরদের সংগীতে শিক্ষা প্রধান করি। পরবর্তিতে আমি সিলেট স্থানান্তরিত হলে দাড়িয়াপাড়াস্হ আমার নিজ বাসায় ছাত্রছাত্রিদের সংগীতের শিক্ষা প্রধান করি।

অভিবাবকদের অনুরোধে আজ বিথী মিউজিক ক্লাব নামক সংগীত শিক্ষার এ স্কুলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এই প্রতিষ্ঠানটি সঙ্গীতের শুদ্ধ ধারা বজায় রাখতে এবং আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানে কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে, সংগীত শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদ, মিডিয়াব্যক্তিত্ব, শিক্ষাবিদ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং নতুন এই প্রতিষ্ঠানের শুভকামনা করেন। 
সিলেট অঞ্চলে শুদ্ধ সংগীত চর্চাকে উৎসাহিত করতে এবং নতুন প্রজন্মের মাঝে এই ধারা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলে আশা প্রকাশ করেন।

এই প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ধরণের সংগীত বিষয়ক কোর্স পরিচালনা করা হবে, সংগীত বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনারও আয়োজন করা হবে।

নতুন এই প্রতিষ্ঠানটি সিলেট অঞ্চলের সংগীতানুরাগীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সংগীতের প্রতি তাদের আগ্রহ ও দক্ষতাকে আরও উন্নত করবে। উল্লেখ্য বিথী মিউজিক ক্লাবের মিডিয়া পার্টনার দৈনিক সবুজ সিলেট ও সাপ্তাহিক পূবের হাওয়া।

এই সম্পর্কিত আরো