সিলেটের বিমানবন্দর থানাধীন বড়শালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল ইমরান জিসান (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার এক ব্যবসায়ীর একমাত্র ছেলে।
শুক্রবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে মো. হাসান (২৪) নামের আরও একজন আহত হয়েছেন।
নিহত জিসান বিশ্বনাথ পৌরসভার রামসুন্দর হাইস্কুল মার্কেটের ‘বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর অ্যান্ড ভাই ভাই ড্রাই ক্লিনার্স’র’- মালিক আবু তালেবের একমাত্র ছেলে। তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। বর্তমানে পরিবার নিয়ে সিলেটের কারিকোনা দুর্গাপুর এলাকায় বসবাস করতেন। জিসান মাঝে মাঝে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিসান ও হাসান মোটরসাইকেল নিয়ে সাদাপাথর ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়শালায় সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে তারা দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই জিসান মারা যান। আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন।