সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে আবু সালেক (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার চেচান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সালেক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে মোটরসাইকেলযোগে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন আবু সালেক নামের ওই যুবক। সুনামগঞ্জ- সিলেট সড়কের ছাতক অংশের চেচান এলাকায় আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলসহ খাদে পড়ে ঘটনাস্থল নিহত হন ওই যুবক। পিকআপভ্যানসহ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।