সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে দুই কর্মী আহত হন।
তাদের মধ্যে রুম্মান (২২) নামের একজনকে সিলেট নগরের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানান সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
রুম্মানের বাড়ি নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়।
হাফিজ আহমদ জানান, অপর আহত ব্যক্তির নাম এনামুল (২৫)। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি।